৫ বছর ধরে শাসকদলের পঞ্চায়েত প্রধান হলেও কুঁড়ে ঘরে থাকেন অভয় কালিন্দি!

সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া : পাঁচ বছর ধরে শাসকদলের পঞ্চায়েত প্রধান। তবুও বাস করেন কুঁড়ে ঘরে..!!! দুর্ঘটনায় একটা পা কেড়ে নিলে কি হবে ? শিরদাঁড়া সোজা রেখে ‘ নুন আনতে পান্তা ফুরানো সংসারের’ হাল টেনে চলেছেন তিনি। বর্তমানে শাসকদলের নেতা মানে যেন বিলাসবহুল বাড়ি, একখানা ঝাঁ চকচকে গাড়ি, গলায় কয়েকখানা সোনালী চেন হ্যাঁ এসবই দেখতে অভ্যস্ত হয়ে পরেছে আমজনতা। কিন্তু এক্ষেত্রে উল্টো পূরণের সাক্ষী থাকল বাঁকুড়ার এক শাসক নেতার ক্ষেত্রে। অভয় কালিন্দি ইনি পাঁচ বছর ধরে শাসক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। তাতে কি? যেখানে শাসক দলের সামান্য এক বুথ স্তরীয় কর্মীর জীবনযাপন দেখলে চক্ষুচড়ক গাছ হতে পারে আম জনতার সেখানে এক্কেবারে উল্টো পথের পথিক এই অভয় কালিন্দি। কয়েক বছর আগেই বকেয়া ইলেকট্রিক বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তাঁর বাড়িতে। দুই ছেলে, দুই মেয়ে, মা এবং স্ত্রীকে নিয়ে বসবাস এক চিলতে কুঁড়ে ঘরে। আবাস যোজনার বাড়ি এলেও অর্থের অভাবে সেই বাড়ির সম্পূর্ণ করতে পারেননি তিনি। এক্কেবারে নুন আনতে পান্তা ফুরানোর সংসার যাকে বলে। সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ইনি শাসক দলের পঞ্চায়েত প্রধান! ভাবতে অবাক লাগছে না? আজ থেকে ১২ বছর আগে একটা শারীরিক ব্যাধি তাঁর একটা পা কেড়ে নিলেও বেশ চনমনেই দেখা গেল তাঁকে। একটা পা নেই তো কি হয়েছে দিব্যি সকালে তার নিত্যনৈমিত্তিক ঝুড়ি তৈরির কাজ সেরে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখা গেল পঞ্চায়েতের উদ্দেশে। নিকুঞ্জপুর পঞ্চায়েতেরই ট্যাক্স কালেক্টর সুশান্ত দাস প্রতিদিনের মতো এদিনও নিজের মোটরবাইকে করে অভয় কালিন্দি বাবুকে নিয়ে পঞ্চায়েতের উদ্দেশে রওনা দিলেন। তিনি যে সত্যিই বিশেষভাবে সক্ষম তারও প্রমাণ পাওয়া গেল। যেখানে গ্রামেগঞ্জে গেলে শাসকদলের নেতাদের বিরুদ্ধে পুষে রাখা ক্ষোভ উগরে দিতে দেখা যায় গ্রামবাসীদের সে জায়গায় দাঁড়িয়ে অভয় বাবুর গ্রামের লোকেদের মুখে শোনা গেল সম্পূর্ণ অন্যরকম কথা। এক গ্রামবাসী খোলা কন্ঠে বলে উঠলেন শাসক দলের পঞ্চায়েত প্রধান হলেও তিনি একজন খেটে খাওয়া তাদের গ্রামের ছেলে অভয়, আপদে-বিপদে সব সময় পাওয়া যায় তাকে। অভয় বাবু জানান, সারাটা জীবন তিনি এভাবেই মানুষের কাজে ব্রতী হয়ে থাকতে চান।
রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সেখানে দাঁড়িয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করল অভয় কালিন্দি নামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এই প্রধান। এই ধরনের জননেতা দৃষ্টান্ত হয়ে দাঁড়াক আর পাঁচটা নেতার কাছে, এমনটাই চাইছেন আপামোর জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 15 =