দু’বছরের কারাবাসের সাজা, বিধায়ক পদ খারিজ হল আব্বাস আনসারির

লখনউ : সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির বিধায়ক আব্বাস আনসারিকে বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

গতকাল মউয়ের সাংসদ/বিধায়ক আদালত ঘৃণামূলক বক্তব্যের মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। দুই বছরের কারাবাসের সাজা হওয়ার পর রবিবার বিধায়ক পদ খারিজ হল আব্বাস আনসারির।

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) বিধায়ক আব্বাস আনসারিকে রাজ্য বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করার পর উত্তর প্রদেশের মউ সদর বিধানসভা আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =