নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : ছট পুজো আসলে সূর্য দেবের আরাধনা। পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে এই পুজোর প্রচলন হলেও, বাংলায় ঘটা করেই পালিত হয় ছট পুজো। এবার ছট পুজোয় নতুন উপহার পেলেন জগদ্দলবাসী। বহুদিন ধরে বেহাল দশায় পড়ে থাকা জগদ্দলের মেঘনা মোড় সন্নিহিত পাঁচটি গঙ্গার ঘাট সংস্কার করালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ছট ব্রতীদের সুবিধার্থে তাঁর সাংসদ তহবিলের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে তিনি পাঁচটি গঙ্গার ঘাট সংস্কার করে দিলেন। বুধবার ঘাটগুলির উদ্বোধন করেন সাংসদ। অর্জুন সিং বলেন, ‘মেঘনার ঘাটগুলোতে ছট পুজোয় খুব ভিড় হয়। কিন্তু ভাঙনে পাড় গঙ্গার গর্ভে চলে গিয়েছিল। তাই গঙ্গা ভাঙন রোধে গার্ডওয়াল দিয়ে ঘাটে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে।’ আগামীদিনে তিনি ঘাটগুলোর শোভা বর্ধন করার আশ্বাসও দিলেন। সাংসদের কথায়, ‘ঘাটগুলো সাজিয়ে তুলতে আরও ৫০ লক্ষ টাকা ব্যয় করা হবে। এলাকার প্রবীণ মানুষজনের হাঁটা-চলার পথ তৈরি করা হবে। পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হবে।’