ইডি-র অভিযানে মোটেও ভয় পাবে না এএপি : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি : আম আদমি পার্টি (এএপি)-র নেতা সৌরভ ভরদ্বাজের বাসভবনে ইডি-র অভিযানের কঠোর সমালোচনা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ধরনের ইডি-র অভিযানে মোটেও ভয় পাবে না তাঁর দল।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, “সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি-র তল্লাশি আসলে মোদী সরকারের এজেন্সিগুলিকে অপব্যবহারের আরেকটি ঘটনা।

“এএপি”-কে যেভাবে টার্গেট করা হয়েছে, তা ইতিহাসে কোনও দলকে করা হয়নি৷ এএপি-কে টার্গেট করা হচ্ছে, কারণ আমরা মোদী সরকারের ভুল নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। বিজেপির এই অভিযানে ভয় পাবে না এএপি৷ আমরা দেশের স্বার্থে ভুল নীতি ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 2 =