একইদিনে জোড়া ধাক্কা খেল কংগ্রেস, পঞ্জাবেও একাই লড়বে আপ, ঘোষণা ভগবন্ত মানের

বাংলার পর পঞ্জাবেও কোনওরকম জোট হচ্ছে না। একপ্রকার স্পষ্ট করে দিল সেরাজ্যের শাসকদল আম আদমি পার্টি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দিলেন, কংগ্রেসের সঙ্গে কোনওরকম কোনও জোটের প্রশ্ন নেই। সেরাজ্যে একাই লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। রাজনৈতিক মহলের মতে, এর ফলে একই দিনে জোড়া ধাক্কা লাগলো ইন্ডিয়া জোটে। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, জোট প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে। একই দিনে দুই রাজ্যে জোট ভেস্তে যাওয়ার খবর ইন্ডিয়া শিবিরের জন্যও জন্যও অস্বস্তির।

বুধবার সকালেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যে তিনি একলা চলো নীতি নিচ্ছেন। কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোট হচ্ছে না। এর পরই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দেন, পঞ্জাবের ১৩ লোকসভা আসনের ১৩টিতেই জিতবে আপ। অর্থাৎ ১৩ আসনেই প্রার্থী দেবে সেরাজ্যের শাসকদল। কোনও আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। সূত্রের খবর, কেজরিওয়ালও মানের এই প্রস্তাবে সম্মতি দিয়ে দিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, কংগ্রেস শিবিরও পঞ্জাবে একা লড়ার জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =