নয়াদিল্লি : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা দুর্গেশ পাঠক। বুধবার ১ লক্ষ টাকার বন্ডে দুর্গেশ পাঠককে জামিন দিয়েছে দিল্লির এই আদালত। পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। উল্লেখ্য, দুর্গেশ পাঠককে সমন পাঠিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালত।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও হেফাজতে থাকা অন্যান্য অভিযুক্তদের এদিন তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয়েছিল। শারীরিকভাবে আদালতে হাজিরা দেন বিনোদ চৌহান। অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জামিন পাওয়ার পর দুর্গেশ পাঠক বলেছেন, “আমরা গত ২-৩ বছর ধরে এই নাটকটি দেখছি, প্রধানমন্ত্রী মিথ্যা মামলা দিয়ে এএপি-কে শেষ করতে চান। কিন্তু এই সবই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। প্রত্যেককে জামিন দেওয়া হচ্ছে এবং তাঁরা জেল থেকে বেরিয়ে আসছেন।”