অফিসারের সই জাল করে আধার কার্ড! পুলিশের জালে ৩

কলকাতা: অফিসারের সই জাল করে জাল আধার কার্ড? আর তাও কিনা চলছিল খাস কলকাতায় আধার কার্ডের অফিসের সামনে? রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র (Adhaar Card Cheating)। শুক্রবার তার পর্দাফাঁস করল পুলিশ। টাকার বিনিময়ে গেজেটেড অফিসারের সই জাল করে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছিল গ্রাহকদের। প্রতারণা চক্রের তিন পাণ্ডাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

সল্টলেক সেক্টর ফাইভের এএসওয়াইএসটি পার্ক বিল্ডিংয়ে আধার কার্ডের অফিস। পুলিশের কাছে খবর ছিল বেশ কিছুদিন ধরেই অফিসের সামনেই ভুয়ো আধার কার্ড তৈরির চক্র চলছে। সেই মতো বিধাননগর গোয়েন্দা শাখা ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় ওই বিল্ডিংয়ে। অফিসের বাইরে চায়ের দোকান থেকে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, আধার কার্ডের নানা সমস্যা নিয়ে লোকজন ওই অফিসে আসতেন। ওই তিন জন তাঁদের একটি করে ফর্ম দিত। সেই ফর্ম ফিলআপ করার পর দরকার হত গেজেটেড অফিসারের সই। ফর্মে নিজেরাই গেজেটেড অফিসারের জাল সই করে দিত অভিযুক্তরা। আধার কার্ড তৈরি হয়ে যেত এভাবেই। বিনিময়ে টাকাও নিত তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =