পথ দুর্ঘটনায় প্রাণ গেল সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীর

নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা স্কুটির ধাক্কায় প্রাণ গেল সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীর। মৃতের নাম রোশন জেকব। পুল্শ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়া পাংখাটুলিতে। যুবকের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আহত হন ওই যুবক।তবে ধাক্কার প্রাবল্য এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর দেহটি ময়না তদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাসি পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের এই যুবকের বাড়ি হুগলি চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ড কেওটা এলাকায়। শীতের রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে স্কুটিটি। দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দে এলাকার লোকজন বেরিয়ে আসেন। তকনই নজরে আসে  রাস্তায় পড়ে গুরুতর আহত এক যুবক। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।  তবে রোশনের মৃত্যুর খবরে হতবাক তাঁর প্রতিবেশীরা। পুলিশের প্রথামিক ধারনা, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা  জানান, রাত সাড়ে ১১ টা নাগাদ আচমকা একটি বিকট শব্দ শুনতে পান তিনি। বিকট আওয়াজ শুনেই এরপই বাইরে বেরিয়ে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারাও। তখনই দেখেন হেলমেট পরা অবস্থায় একটি ছেলে উল্টে পড়ে রয়েছে। প্রথমে তাঁরা বিষয়টা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গেই থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে আছে পুলিশ। দেখা যায় যুবকের কান ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।  পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে স্কুটিটি। এর কিছু পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 13 =