হাওড়া : সম্পত্তি হাতাতে ট্রেনে কাটা পড়ার গল্প প্রচার করে এক যুবককে খুন করে সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে প্লাস্টার করে দেহ ও প্রমান লোপাটের চেষ্টার অভিযোগ উঠল তার ভাইদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার খাদিনান এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম কুতুবউদ্দিন খাঁ (২৪)। মৃত কুতুবউদ্দিন খাঁ বাগনান থানার খাদিনান এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুতুবউদ্দিন মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই তাকে বেঁধে রেখে দেওয়া হত ও ভাইয়েরা খেতে দিতো না। স্থানীয়দের অভিযোগ, বুধবার সকালে হঠাৎই মৃতের ভাইয়েরা স্থানীয় এলাকায় রটিয়ে দেয় যে তাদের ভাই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। বিষয়টি শোনার পর স্থানীয় মানুষের সন্দের হওয়ায় তারা খোঁজখবর শুরু করে। কিন্তু খোঁজ না মেলায় তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। তারপরই তারা খাদিনানে মৃতের ভাইদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে।পরে পুলিশের সাহায্যে দোকানের পিছনে থাকা একটি সেপটিক চেম্বার থেকে কুতুবের দেহ উদ্ধার হয়। স্থানীয় মানুষের অভিযোগ, কুতুবকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে প্লাস্টার করে দিয়েছে তার ভাইরা। পরে কাঁচা প্লাস্টার ভেঙে দেহ উদ্ধার হয়। আর এরপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নিমতলা এলাকা। খবর পেয়ে আগেই ঘটনাস্থলে এসেছিল বাগনান থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে সেপটিক ট্যাঙ্ক থেকে তুলে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দোষীদের শাস্তির দাবিতে দেহ আটকে আমতা-বাগনান রোডে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় ভাইদের বাড়ি ও। বিক্ষোভের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় তিন ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।