ফের গণপিটুনিতে যুবকের মৃত্যু ভাঙড়ে

প্রশাসনের লাগাতার সতর্কবার্তা, একটানা প্রচার, পুলিশি তৎপরতার পরেও বদলাচ্ছে না ছবিটা। ফের গণপিটুনিতে মৃত্যু হল আর এক ব্যক্তির। ঘটনাস্থল ভাঙড়। চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এমনকী যে জায়গায় ঘটনা ঘটেছে তা কিন্তু একেবারে থানার অদূরেই। তাতেই প্রশ্ন উঠছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
এদিকে সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আজগার মোল্লা। বাড়ি ফুলবাড়ি এলাকায়। ভাঙড় বাজারে এদিন তাঁকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। এমনকী মারের পর দেহ দীর্ঘক্ষণ পরে থাকলেও পুলিশ আসেনি বলেই জানা গেছে স্থানীয় সূত্রে। শেষে গ্রামবাসীরাই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে এই ঘটনার পর থেকেই বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন কার্যত মুখে কুলুপ এটেছে। ভরা বাজারে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও কেন পুলিশ এল না সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আজগরের পরিবারের সদস্যরাও। তাঁরা জানিয়েছেন, কী থেকে এমন ঘটনার সূত্রপাত তাঁরা কিছুই জানেন না। অন্যদিকে এলাকার বাসিন্দারা জানান, ‘অনেকদিন থেকে এই এলাকায় চুরি হচ্ছে। রাতে নাইট গার্ড থাকে। তাঁরা চলে গেলেই চুরি বেড়ে যায়। রবিবার একজন ধরা পড়ে। তারপরই তাকে বেঁধে রাখা হয়। সবাই এসে চড়-চাপড় মারছিল। বেহুঁশ হয়ে পড়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম পাতা খোড় হয়তো। নাটক করে শুয়ে আছে। তারপর দেখি আর উঠছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =