ডেঙ্গি আক্রান্ত হয়ে এক তরুণ চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায়।রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার ভোরে মৃত্যু হয়। শহরের এক বেসরকারি হাসপাতালে গত ছয় দিন ধরে ভর্তি ছিলেন তিনি। মাত্র ২৮ বছর বয়সি ওই চিকিৎসককে সিসিইউতে রেখে চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, আরআইও’র ওই তরুণ চিকিৎসকের প্লেটলেট সাত হাজারে নেমে গিয়েছিল।সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে শরীরে। ডেঙ্গিতে আক্রান্ত চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের মধ্যে ডেঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে বর্ষার মরশুম শুরু হতেই কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে ডেঙ্গি নির্মূল করতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে বটে, কিন্তু এখনও ডেঙ্গির ধাক্কা পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। শহর কলকাতাতেও ডেঙ্গির আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। কিছুদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল। অষ্টম শ্রেণির এক পড়ুয়ারও কিছুদিন আগে কলকাতায় মৃত্যু হয়েছে, সেই কিশোরও ডেঙ্গিতে আক্রান্ত ছিল। একের এর এক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে।

উল্লেখ্য, রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে ইতিমধ্যেই শাসক-বিরোধী চাপানউতর তৈরি হয়েছে। বাংলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভাও উত্তাল হতে দেখা গেছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল বিজেপি। এসবের মধ্যেই অবশ্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন বেশ কিছু পদক্ষেপ করছে। নিকাশি নালাগুলিতে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। মানুষজনকে সচেতন করা হচ্ছে। কিন্তু এরপরও পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =