কলকাতা: দুর্ঘটনায় লাগাম টানতে, ট্রাফিক আইন নিয়ে জন সচেতনতায় শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। সোমবার পথ নিরাপত্তা সপ্তাহের শুরুটাই হল পথ দুর্ঘটনা দিয়ে। সাত সকালেই বাসের রেষারেষির বলি হলেন ইএসআই হাসপাতালের এক মহিলা কর্মী। ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ডের কাছে বেপরোয়া বাস পিষে দেয় তাঁকে। মৃতের নাম রূপা মণ্ডল। জানা গিয়েছে, নাইট ডিউটি সেরে স্কুটারে বাড়ি ফিরছিলেন ওই মহিলা কর্মী। তাঁর নাম স্কুটার চালাচ্ছিলেন মহিলার ছেলে। সেই সময় বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। তাঁকে পিষে দিয়ে যায় বাস।
পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ ডিউটি সেরে ঠাকুরপুকুরের আনন্দনগরের বাড়িতে ফিরছিলেন রূপা মণ্ডল। নাইট ডিউটি শেষ হতেই এদিন ভোরে তাঁকে নিতে আসেন তাঁর ছেলে। ছেলের স্কুটারে চেপে যাওয়ার সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাকে পিছনে বসিয়ে ßুñটার চালিয়ে যাচ্ছিলেন ছেলে। সেই সময় দুটি বেসরকারি বাস পৈলানের দিক থেকে নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে এগিয়ে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস স্কুটারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় স্কুটার উল্টে মা ও ছেলে দু’জনেই রাস্তায় পড়ে যান। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। কিন্তু তাতে বিপদ এড়ানো যায়নি। ঘাতক বাস ওই মহিলার মাথার ওপর দিয়ে চলে যায়। মাথায় হেলমেট থাকায় আঘাত লাগলেও তা প্রাণঘাতী হয়নি রূপা দেবীর ছেলের ক্ষেত্রে।