নিজস্ব প্রতিবেদন, আসানসোল: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষ, গণ্ডগোলের খবর মিললেও, রানিগঞ্জ ছাড়া একপ্রকার শান্তিপূর্ণ ভোট হল শিল্পাঞ্চলে।
এদিন রানিগঞ্জ ব্লকের জেকে নগর জেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুথ নম্বর ২৩৮ ২৩৯, ২৪০-এ ব্যাপক উত্তেজনা ছড়ায়। এখানে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, এক তৃণমূল নেতার মাথা ফাটল। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএমের অভিযোগ, বহিরাগত তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা বুথ লুঠ করতে এলে স্থানীয়রা প্রতিরোধ করে। রানিগঞ্জের জেমারিতে জেলা পরিষদের সিপিএম মনোনীত প্রার্থী সাগর বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বলে দাবি সাগরবাবুর। এরপর সিপিএম প্রার্থীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে গুলির খোল উদ্ধার হয়েছে। অপরদিকে জামুরিয়া ও বারাবনিতে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর এলেও, বড়সড় কোনও অভিযোগ আসেনি কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে।