ব্যারাকপুর: ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা অবাধে লুঠপাট চালাল জগদ্দলের শ্যামনগর নতুনগ্রামের নয়নপল্লিতে।নগদ ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে জানিয়েছেন বাড়ির কর্ত্রী। জানা গিয়েছে, গৃহকর্ত্রী তানিয়া ভট্ট মজুমদার পরিবার নিয়ে দু’দিনের জন্য কাঁচড়াপাড়া কাঁপায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে এক প্রতিবেশী ফোন করে তাঁকে জানান, গেটের তালা ভাঙা। খবর পেয়ে বাড়িতে এসে তাঁরা দেখেন ঘর লন্ডভন্ড। আলমারি ঘেঁটে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়েছে। গৃহ তানিয়া ভট্ট মজুমদার বলেন, এটা তাঁর বাপের বাড়ি। নবমীর দিন বাবা মারা গিয়েছেন। আর ১১ মাস আগে তাঁর মা মারা গিয়েছেন। তাঁর দাবি, দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ঘেঁটে নগদ ৩০ হাজার টাকা এবং পাঁচ ভরি সোনার গহনা লুঠ করেছে। তিনি জানান, ঘটনায় জড়িতদের পাকড়াওয়ের দাবিতে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তানিয়ার স্বামী শঙ্কর ভট্টের দাবি, চুরির ঘটনায় পরিচিতরা জড়িত। মূলত সম্পত্তির নথিপত্র হাতড়াতেই দুষ্কৃতীরা হানা দিয়েছিল। অভিযোগের ভিত্তিতে এই চুরির ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।