ভাটপাড়ায় বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে এলাকায় ঝান্ডা লাগানোয় ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আর্যসমাজ রোডে বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর লালন চৌধুরীর বিরুদ্ধে। যদিও মারধোরের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। চড়-থাপ্পড় দেওয়ার পাশাপাশি ওই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে লাথি মারার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, দলের কর্মী কানাই চৌধুরী এলাকায় ঝান্ডা লাগাচ্ছিল। ওকে প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলর লালন চৌধুরী রাস্তায় ফেলে পিটিয়েছে। অবিলম্বে ওই কাউন্সিলরকে প্রশাসনের গ্রেপ্তার করা উচিত। অন্যথায় মারের জবাব কিভাবে দিতে হয়, সেটা আমরা জানি। বিজেপি প্রার্থীর দাবি, হেরে যাবার ভয়েতে তৃণমূলীরা এভাবেই সন্ত্রাস চালাচ্ছে। তবে আগামী ২০ মে ইভিএমে সেই সন্ত্রাসের জবাব দেবে ব্যারাকপুরের জনতা। যদিও কাউন্সিলর লালন চৌধুরীর দাবি, তাদের দলীয় কার্যালয়ের সামনে মদ্যপ অবস্থায় একটা ছেলে কাঁধে বিজেপির ঝান্ডা নিয়ে ‘ভাজাভাজি’ করছিল। ওকে ‘ভাজাভাজি’ করতে নিষেধ করা হয়েছিল। তবুও ছেলেটা শোনেনি। তাই ওকে মারতে বাধ্য হয়েছিলাম। তাঁর দাবি, ছেলেটা কোনও দল করে না। ছেলেটাকে কেউ হয়তো মদ খাইয়ে এসব করিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =