ঝড়ে জগদ্দলে এক নম্বর লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত

ব্যারাকপুর : সোমবার সন্ধে নামতেই দমকা হাওয়া। সঙ্গে বৃষ্টি। প্রবল ঝড়-বৃষ্টির জেরে এদিন লন্ডভন্ড কলকাতা-সহ শহরতলি। শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর থেকে জগদ্দল স্টেশনে ঠিক ঢোকার মুখে ১ নম্বর লাইনে ঝড়ে গাছ ভেঙে পড়ে। ফলে এক নম্বর লাইন দিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও তিন নম্বর লাইন দিয়ে আপ ট্রেনগুলোকে পাশ করানো হয়। অবশেষে রেলকর্মীদের তৎপরতায় রেললাইন থেকে সেই গাছ সরিয়ে ফেলা হয়। তবে জগদ্দলে গাছ উপড়ে রেললাইনে পড়ায় অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। এদিকে প্রবল ঝড়ে আগরপাড়া স্টেশন রোডের শালপাতা এলাকায় গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে। বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =