রঘুনাথপুরে জোড়া পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী-সহ মোট ৪ জনের মৃত্যু

শনিবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকার রঘুনাথপুর ও নিতুড়িয়া থানা এলাকায় জোড়া পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী সহ মোট চারজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অদূরে। এদিন সকালে বছর ১৬ র একাদশ শ্রেণির স্কুল ছাত্রী পিউ বাউরি বাড়ি থেকে সাইকেলে করে রঘুনাথপুর শহরে টিউশন পড়ার জন্য আসছিল। ওই সময় তাকে একটি গাড়ি ধাক্কা মেরে রাস্তার পাশের জমিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুল ছাত্রীটির। তার বাড়ি স্থানীয় কানাইডাঙা গ্রামে। সে রঘুনাথপুর শহরের রঘুনাথপুর গার্লস স্কুল একাদশ শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া থানা এলাকার ঝনকা মোড়ের কাছে এদিন দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা যায়, নিতুড়িয়া থানার ঝনকা মোড়ের কাছে সড়বড়ি-পঞ্চেত রাস্তায় তিনজন বাইক আরোহী একই বাইকে চেপে যাচ্ছিল। ওই সময় একটি দশ চাকার ট্রাক তাদের পিষে দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতরা হল প্রকাশ বাউরি, বাহাদুর টুডু, অজয় মুদি। প্রকাশ ও বাহাদুরের বাড়ি নিতুড়িয়ার বাইশাড্ডির গ্রামে এবং অপরজনের বাড়ি কালিয়াসুতা গ্রামে। সড়বড়ি থেকে বাড়ি ফিরছিল ওই তিনজন। পেছন থেকে একটি ট্রাক তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ট্রাকের চালক ও খালাসি ট্রাক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দেহগুলি রাস্তায় রেখে সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পিতাকে দত্ত, রঘুনাথপুরের এসডিপিও অজয় গণপতি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =