আগ্রাসন আসছিল না, একটা মুখ মনে করতেই বাঘের গর্জন সৌরভ গঙ্গোপাধ্যায়ের
পুলিশ অফিসারের আগ্রাসন চাই। কিন্তু সেই আগ্রাসন কিছুতেই আসছিল না। অগত্যা ভরসা একটা মুখ! আর তা মনে করতেই বাঘের গর্জন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাকির প্রোমোশন করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারই একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু।
ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেল অধ্যায় কারও অজানা নয়। সৌরভের সুপারিশেই ভারতীয় দলের কোচ হয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। কিন্তু ভারতীয় ক্রিকেটের তাতে কোনও উন্নতি হয়নি। বরং দলের মধ্যে ভাঙন তৈরি হয়েছিল। সৌরভকে নেতৃত্ব থেকে সরান। ২০০৭ সালে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল ওয়ান ডে বিশ্বকাপে। সৌরভকে টিম থেকেও বাদ দিয়েছিলেন। যদিও মহারাজকীয় প্রত্য়াবর্তন করেছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের হতাশাজনক অধ্যায় সৌরভ-চ্যাপেলের ওই সময়টা।
নেটফ্লিক্সের প্রোমোশনাল ভিডিয়োতে ডিরেক্টর ‘পুলিশ’ সৌরভকে বলেন, নিজের মধ্যে একটু আগ্রাসন এনে অভিনয় করতে। সৌরভ কিছুক্ষণের জন্য গ্রেগ চ্যাপেলের মুখটা মনে করেন (যদিও এখানে কাল্পনিক)। এরপরই ভয়ঙ্কর আগ্রাসন দেখা যায় সৌরভের মধ্যে। অপরাধীকে লাঠি দিয়ে স্কোয়ার কাট, কভার ড্রাইভ, পুল-হুক ক্রিকেটের নানা শটও মারেন সৌরভ! সব শট খেলে সৌরভ বলেন, ‘আমি কিন্তু অফসাইডই পছন্দ করি।’ ডিরেক্টর পারফেক্ট বলতেই ক্যাপ এবং লাঠি তুলে ‘সেঞ্চুরির’ সেলিব্রেশন করেন দাদা।