আবর্জনা গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনাটি ঘটে হুগলি জেলার শ্রীরামপুর থানার অন্তর্গত চার নম্বর রেল গেটে অবস্থিত আবর্জনার গোডাউনে। এর জেড়ে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় বিশৃঙ্খলার সঙ্গে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখে বস্তিতে বসবাসকারী লোকজন ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক ছুটতে থাকে। আবর্জনার গোডাউনে থাকা আতরের বোতল থেকে আগুনের প্রাথমিক কারণ বলে জানা গিয়েছে। আগুন ভয়াবহ রূপ নেয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কবলে পড়ে এক শিশু-সহ এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং অপরদিকে একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ শিশুটিকে শ্রীরামপুরের ওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুনের জেরে আশেপাশের বস্তির বাসিন্দাদের মধ্যে গোডাউনের মালিকের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। এই অগ্নিকাণ্ডে বহু বস্তি পুড়ে গেছে বলে খবর। তবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় ব্যক্তি উত্তম হাজরা বলেন, আবর্জনার গুদামে আগুন লাগার ঘটনার জেরে এলাকায় ব্যাপক ধোঁয়ায় ভরে যাচ্ছে। এই জন্য এলাকার মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। তাই তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তোলেন। সবমিলিয়ে সাত সকালে শ্রীরামপুরের আবর্জনার গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।