নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: ট্রেলারের চাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় বুদবুদের সিমনরের কাছে জাতীয় সড়কের ওপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১০টা নাগাদ একটি জেসিবি বোঝাই করে ১৮ চাকার ট্রেলারটি জাতীয় সড়কের ধারে কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় আচমকা ট্রেলারের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন অন্যান্য চালকরা। চালকদের চিৎকারে ট্রেলারের চালক ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন নেভানোর চেষ্টা করলে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে তড়িঘড়ি জেসিবিটি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। যার ফলে যন্ত্রাংশের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ ও অগ্নি নির্বাপক কেন্দ্রের একটি ইঞ্জিন সহ কর্মীরা। আগুন লাগার ঘটনায় জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় ব্যাহত হয় যান চলাচল। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসলে ট্রেলারটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।