কলকাতা : ফের অগ্নিকাণ্ড কলকাতায়। মঙ্গলবার সন্ধ্যায় ই এম বাইপাসের ধারে কালিকাপুরের একটি বাডিতে আগুন লাগে। পাশেই বস্তি। আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কায় স্থানীয়রা অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঝাঁপিয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয়রাও। এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাইপাসের ধারে আনন্দপুর বস্তিতে আগুন লাগে।
হাওয়ার গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রায় ৫০টি ঝুপড়ি, দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার কয়েক দিন পরে ছিল উচ্চ মাধ্যমিক পড়ুয়া। ঘরে আগুন লাগায় বিপাকে পড়েন তাঁরা।