২০ দিনের তৈরি পিডব্লিইউডির রাস্তায় ভয়াবহ ধস, আতঙ্কে মানুষ

নিজস্ব প্রতিবেদন, নদিয়া: ভয়াবহ ধস নামল পিডব্লিইউডির তৈরি নবনির্মিত রাস্তায়। একটু বৃষ্টিতেই এই ধস নেমেছে বলে দাবি। ঘটনায় যান চলাচল ব্যাহত হয়। গ্রামবাসীদের দাবি, নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি করায় এই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। ঘটনাটি শনিবার নদিয়ার কৃষ্ণগঞ্জে ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, মাত্র কুড়ি দিন আগে তৈরি হয় রাস্তাটি। আর অল্প বৃষ্টিতেই ভয়াবহ ধস নেমেছে তাতে। প্রথমে একটু ফাটল দেখা দেয়, আজ সকালে তা ভয়ানক পরিস্থিতিতে পরিণত হয়, ধস নামে রাস্তার বেশিরভাগ অংশে। স্থানীয়দের এও দাবি, এই রাস্তাটি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা, যার আগে একটি ব্রিজ পড়ে। ব্রিজের ১০০ মিটার আগেই ঘটে গেল এই ভয়ানক ঘটনা। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবনিবাস যাওয়ার জন্য ওই ব্রিজের উদ্বোধন করেন ভার্চুয়ালি।
গ্রামবাসীদের প্রশ্ন, পিডব্লিইউডির উদ্যোগে রাস্তাটি নতুন করে তৈরি করা হয় নিম্নমানের জিনিস দিয়ে, না হলে এত তাড়াতাড়ি কী করে ধস নামে। ব্রিজের ওঠার একমাত্র রাস্তার ধস নামায় আতঙ্কে এলাকার মানুষ। ব্রিজে ওঠার একমাত্র রাস্তায় ধস নামায় আতঙ্কে এলাকার মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে যান চলাচল। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাটি ঠিক করার ব্যবস্থা নেওয়া হোক, না হলে শিবনিবাসে আসার দর্শনার্থী থেকে শুরু করে ভোগান্তিতে পড়বে নিত্যযাত্রীরা, এমনকি ভোগান্তির শেষ থাকবে না কৃষ্ণগঞ্জের মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =