কলকাতা: ভর দুপুরে চলন্ত স্কুলবাসে অগ্নিকাণ্ড। জনবহুল রাস্তায় দাউ দাউ করে বাস জ্বলতে দেখে ছড়ায় আতঙ্ক। সোমবার দুপুরে কলকাতার তারাতলা ব্রিজের ওপর দিল্লি পাবলিক স্কুলের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।স্কুলবাসে কোনও পড়ুয়া না থাকায় এড়ানো গিয়েছে বড় বিপদ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
জানা গেছে, এদিন দুপুরে ওই স্কুল বাসটি বেহালার দিকে যাচ্ছিল। তারাতলা ব্রিজের ওপর উঠতেই বাসের মধ্যে আগুনের ফুলকি দেখতে পান চালক। তৎক্ষনাৎ বাস ছেড়ে নেমে পড়েন চালক ও বাসের সহকারী। তার পর দাউ দাউ করে আগুন ধরে যায় বাসটিতে।
কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে।এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠেছে স্কুলবাসের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠেছে যদি পড়ুয়া থাকাকালীন এমন কিছু ঘটত? তখন কি দ্রুত সব পড়ুয়াদের নামিয়ে আনা যেত? সেক্ষেত্রে বাসগুলি নিয়মিত মেনটেন্যান্সের দরকার বলেই মনে করছেন অভিভাবকরা।