৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ এলাকা। যার জেরে দক্ষিণ আলাস্কার বিস্তীর্ণ অংশে কিছুক্ষণের জন্য সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। তবে, ঘণ্টাখানেক বাদে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা বেজে ৪৮ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। কম্পনের উৎস ছিল, আলাস্কার স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ১০৬ কিলোমিটার দক্ষিণে, ভূপষ্ঠ থেকে ৯.৩ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের মতে, আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কান উপদ্বীপ এবং কুক ইনলেট অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। আলাস্কার কোডিয়াক-সহ উপকুলীয় বিভিন্ন এলাকায় সম্ভাব্য সুনামির আশঙ্কায় সাইরেন বাজানো হয়। মধ্যরাতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়তে বাধ্য হন বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা পর সুনামির সতর্কতা বাতিল করা হয়। হাওয়াই এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জেও কোনও সুনামির আশঙ্কা নেই।