অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), শাহরুখ খানের (Sharukh Khan) পর রণবীর সিংকে (Ranveer Sing) দেখা যাবে ফারহান আখতারের থার্ড-জেনারেশন অফ ডন, ডন ৩। ফারহান আখতারের আশা, তিনি থার্ড জেনারেশন ডন ৩ কে নতুন রংয়ে তৈরি করবেন। সূত্রের খবরে শোনা গিয়েছিল, রণবীরের বিপরীতে ফিমেল লিডে দেখা যেতে পারে কৃতি শ্যাননকে। তবে, শোনা গিয়েছে. ডন ৩এ ভিলেনের ভূমিকায় দেখা যাবে অর্জুন দাসকে।
সূত্রের খবর, দক্ষিণী সিনেমা মাস্টার, কৈথির মতো মাস্টার সিনেমায় অসাধারণ অভিনয় করার পর অর্জুন তাঁর বলিউড ডেবিউ করতে চলেছেন। শোনা যাচেছ, ইঁদুর-বিড়ালের খেলার মতো কেমিস্ট্রি হবে অর্জুন ও রণবীরের চরিত্রের। ২০২৬ এর জানুয়ারিতে ছবি শুটিং হতে পারে।
ডন ৩ দেখানো হবে জোরদার অ্যাকশন। ইন্টারন্যাশনাল স্টান্ট মাস্টার আনা হবে অ্যাকশনের জন্য। ছবির জন্য তৈরি হবে না কোনও লোকেশন, শুট বেশিরভাগই বাস্তব জায়গায় তুলে ধরার চেষ্টা করবেন বলে ছবি নির্মাতারা জানিয়েছেন।

