শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি অভিযান

হুগলি : শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে নতুন করে তদন্তে বিধাননগর পুলিশ। এদিন সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে।

জানা গেছে, মহিলা পুলিশকর্মী সহ ৫ জন আধিকারিক রিষড়া থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকে।তিনতলা ওই বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ রয়েছে। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে তান্ডব ও ভাঙচুরের পর উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করে পুলিশ।

এদিন প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিষড়া থানায় আসে। সেখান থেকেই বাঙুর পার্কে যায়। শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ ছিলনা এদিন। তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির প্রতিটি ঘরে ঘরে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। তবে কোনও কিছু বাজেয়াপ্ত করেনি বলে এদিন সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fourteen =