পূর্বস্থলীতে আবারও দুর্লভ পাখি দম্পতির দেখা মিলল

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে আবারও এক দুর্লভ পাখি দম্পতির দেখা মিলল। ব্লাক নেক রাজন বা কালো ঘাড় রাজনের পর দেখা মিলল ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইকেচার বা দুধরাজ পাখি দম্পতির। কালেকাতলা ২ নম্বর পঞ্চায়েতের বাগ-আচড়া এলাকার একটি আমবাগানের ডালে বাচ্চা ফুটিয়েছে এই দুধরাজ দম্পতি। সকাল হতেই সেখানে বড় বড় টেলিস্কোপ ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছেন পক্ষী প্রেমীরা। চলছে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই পক্ষী দম্পতির ছবি তোলার পর্ব।
আমবাগানের এক মালিক রাজু ঘোষ বলেন, ‘আগে কখনও এই জাতীয় পাখি আমাদের বাগানে দেখিনি। দুর্লভ প্রজাতির বলেই মনে হচ্ছে। কলকাতা, দুর্গাপুর, হুগলি থেকে শতাধিক পক্ষী প্রেমীরা আসছেন এদের ছবি তুলতে। আমরাও চাই পাখির ছানাগুলো বড় হয়ে নিরাপদে বাবা-মায়ের সঙ্গে ওদের রাজ্যে ফিরে যাক।’
এদিন দুর্লভ পাখির ছবি তুলতে আসা বারুইপুরের বাসিন্দা এক পক্ষী প্রেমী শুভেন্দু ভট্টাচার্য বলেন, ‘এই পাখির নাম ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই-ক্যাচার। বাংলায় দুধরাজ বলে। এই অঞ্চলে খুব কম সংখ্যায় দেখা যায়। মধ্যপ্রদেশে এই পাখি বেশি সংখ্যায় দেখা যায়। পুরুষ পাখিটার রং সাদা, মাথাটা কালো। আর মেয়ে পাখিটার রঙ কমলা। মাথায় ঝুটি আছে। এপ্রিল-মে মাসে ডিম পারার জন্য নির্জন এলাকায় চলে যায় এরা।’
পূর্বস্থলীর প্রবীণ আমচাষি নারায়ণ দাস জানিয়েছেন, ‘যে বছর বাগানে আমের ফলন কম হয়, সেই মরশুমে এই দুলর্ভ প্রজাতির পাখি এসে নির্জন বাগানে বাসা বাঁধে। যাতে কেউ বিরক্ত না করতে পারে।’ গত বৃহস্পতিবার পলাশপুলি গ্রামের বাসিন্দা বিমল শীলের বাগানে দেখা মেলে ব্লাক নেক রাজনের। সেখানেও টেলিস্কোপ ক্যামেরা নিয়ে শত শত পক্ষী প্রেমীরা ভিড় জমাচ্ছেন ছবি তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =