নির্বাচনে বুথ নিরাপত্তা ও পর্যবেক্ষণের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

কলকাতা : নির্বাচনের সময় প্রতিটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছ ভোটপ্রক্রিয়ার দাবিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলার প্রেক্ষিতে রাজ্যের নির্বাচন ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, যে বেসরকারি সংস্থা বুথ নিরাপত্তার কাজ করছিল, তারা কোনও রকম পূর্ববার্তা ছাড়াই কাজ ছেড়ে চলে গিয়েছে। কেন তারা সরে গেল, তা জনসমক্ষে স্পষ্ট করা জরুরি।শমীক ভট্টাচার্যের দাবি, প্রতিটি বুথে বাধ্যতামূলকভাবে বুথ পর্যবেক্ষক নিয়োগ করে সার্বক্ষণিক নজরদারি চালাতে হবে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে কোনও নির্বাচনই শান্তিপূর্ণ বা “নিরামিষ” হয় না।

কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে থাকলেও ভিতরে কীভাবে ভোটারদের উপর অত্যাচার চলে, তা সকলের জানা।তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, কোথাও বোমা বিস্ফোরণে একজনের পা উড়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশন তা ‘চকলেট বোম’ বলে ব্যাখ্যা করেছে। পাশাপাশি বিএলও-দের উপর ভুল তথ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, একাধিক বিএলও ফোন করে নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছেন।

শমীক ভট্টাচার্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও নির্বাচন সংক্রান্ত অনিয়মে ‘অবারিত দ্বার’ খোলা রাখার অভিযোগ তোলেন।তিনি আরও বলেন, একসময় জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য বিহার ও উত্তরপ্রদেশের উদাহরণ দিতেন, আর আজ অন্য রাজ্যগুলি পশ্চিমবঙ্গকে দেখিয়ে সন্ত্রাসমূলক ভোটের কথা বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =