কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী, আহত এক জঙ্গি

শ্রীনগর : সোমবার রাতে জম্মু ও কাশ্মীর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে শহিদ হলেন এক পুলিশকর্মী। জবাবি হামলায় এক জঙ্গি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ করা হয়েছে পালানোর সব রাস্তা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর কাছে গোপন খবর ছিল উদমপুর জেলার জঙ্গলঘেরা এক গ্রামে লুকিয়ে রয়েছে তিন জন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথদল। তবে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে অভিযান চলানো কঠিন হয়ে ওঠে নিরাপত্তাবাহিনীর জন্য। এদিকে ঘেরাটোপে বন্দি হয়েছে বুঝতে পেরে অতর্কিতে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। হঠাৎ এই আক্রমণে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শহিদ হন তিনি। জবাবি হামলায় এক জঙ্গি আহত হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

এই অভিযানের সঙ্গে যুক্ত এক আধিকারিক সোমবার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই গ্রামটি ঘিরে ফেলেছে। সংঘর্ষ কিছুক্ষণ ধরে চলে। যার জেরে একজন এসওজি জওয়ান আহত হন পরে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক গুলির লড়াইয়ে এক জঙ্গিও আহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিন পুলিশের তরফে জানানো হয়েছে, সে রাতের মতো অভিযান স্থগিত করা হয়েছে এবং মঙ্গলবার আবার শুরু হবে। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা যাতে পালাতে না পারে তা নিশ্চিত করতে এবং ওদের নিকেশ করতে এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =