কোটি টাকার গয়না-সহ হাওড়া থেকে ধৃত এক ব্যক্তি

কোটি টাকা সোনার গয়না-সহ এক ব্যক্তিকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করল রেল পুলিশ। জানা গিয়েছে, প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল আধিকারিকদের। এরপর ওই ব্যক্তির হাতে একটি কালো ব্যাগ দেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে রেলপুলিশ। ঘটিনাটি ঘটে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। তাঁর ব্যাগ খুলে দেখাতে বলা হয়। যদিও প্রথমে সেই ব্যাগ দেখাতে চায় না চাওয়ায় আধিকারিকরা তার ব্যাগ খুলে তল্লাশি করে। তার সেই ব্যাগ থেকেই বিপুল পরিমাণে সোনার গয়না উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার অলংকারের বৈধ কাগজপত্র ওই ব্যক্তিকে দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। তার কাছ থেকে হাওড়া থেকে দিদাঙ্গনা লাক্সমি বাই ট্রেনের একটা রিজার্ভেশন টিকিট পাওয়া যায়।
তাকে আটক করে অফিসে নিয়ে আসার পর তার কাছে থাকা সোনার গয়না ওজন করলে দেখা যায় ২ কেজি ৬৮০গ্রাম রয়েছে, যার বাজার মূল্য ১ কোটি ৩৭লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদের দরুন সোনার গহনার বিষয়ে কোনো সদুত্তর ও বৈধ কাগজ না থাকায় ওই ধৃত ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনত মামলা করা হয়েছে বলেই সূত্রের খবর। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম বিভাস আদক ( ৪২) , তিনি হাওড়ার দক্ষিণ খালনা, জয়পুর এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে আরপিএফ সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =