এন্টালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে বিপত্তি

কলকাতা : এন্টালি থানার ঢিল ছোড়া দূরত্বে পরিত্যক্ত অ্যাসিড কারখানার একাংশ ভেঙে চাপা পড়েন দু’জন। দুজনই নিরাপত্তারক্ষী ছিলেন বলে স্থানীয়দের দাবি।

চাপা পড়া দুই ব্যক্তির নাম সাইদুল রহমান (৪২) ও মুজিবুর রহমান (৩৮)৷ দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা রানি দাস।

রাত ১১টা নাগাদ আচমকাই বিপত্তি ঘটে৷ এন্টালি থানার ঢিল ছোড়া দূরত্বে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার ভিতর জরাজীর্ণ মেজেনাইন ফ্লোর আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে থাকা দুই নিরাপত্তারক্ষী চাপা পড়ে যান। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসে।

থানা কাছে হওয়ায় দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের তরফে অ্যাম্বুল্যান্স আনা হয়। কলকাতা কর্পোরেশন তরফে ডেমোলিশন স্কোয়াড লোকজন এসে ভেঙে পড়া অংশ সরিয়ে চাপা পড়ে চাওয়া দু’জনকে উদ্ধার করে।

রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের উদ্ধার করে এনআরএস হাসপাতাল নিয়ে যাওয়া হয়। একটি সূত্রের খবর, চিকিৎসক তাঁদের মৃত বল ঘোষণা করেন৷ যদিও সোমবার দুপুর পর্যন্ত পুলিশ সরকারিভাবে মৃত্যুর খবর ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =