মোদীর মুকুটে নতুন পালক, ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী নিজেই বুধবার এক্স মাধ্যমে জানিয়েছেন, “গত সন্ধ্যায় আমাকে ‘দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রদানের জন্য ইথিওপিয়ার জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির প্রতি কৃতজ্ঞ।” প্রধানমন্ত্রী আরও জানান, “বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতার থেকে সম্মানিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মান অগণিত ভারতীয়দের জন্য যারা বছরের পর বছর ধরে আমাদের অংশীদারিত্বকে রূপ দিয়েছেন এবং শক্তিশালী করেছেন। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং নতুন সুযোগ তৈরিতে ইথিওপিয়ার সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”

ভারত ও ইথিওপিয়া নিজেদের ঐতিহাসিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ আলির সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেন। দুই নেতা দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখেছেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, কৌশলগত অংশীদারিত্ব ভারত ও ইথিওপিয়ার সম্পর্ককে নতুন শক্তি, নতুন গতি এবং নতুন গভীরতা প্রদান করবে।

দুই দেশের মধ্যে ৮ টি মউ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান – দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া। আদিস আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুদেশের অংশীদারিত্ব জোরদার করতে তাঁর ভূমিকা এবং আন্তর্জাতিক রাষ্ট্রনেতা হিসাবে এক দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার জন্য মোদীকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যচম প্রাচীন সভ্যতার কোনও দেশ থেকে এই সম্মান গ্রহণ করা তাঁর এক বিরাট প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =