ইতালিতে নতুন যুগের সূচনা, প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল দেশ

এই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কাউকে পেল ইতালি। বলা যেতে পারে ইতালিতে এক নতুন যুগের সূচনা হল। ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন জর্জিয়া মেলোনি। শুধু তাই নয়, মেলোনির হাত ধরে আরও এক নজির তৈরি হল সে দেশে। বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম সে দেশে দক্ষিণপন্থী সরকার তৈরি হল।

প্রসঙ্গত, চলতি বছরে ইতালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান। এর পরই সে দেশে অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইতালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি। শনিবার ইতালির প্রেসিডেন্টের প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন ৪৫ বছর বয়সি জর্জিয়া। শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি।

গত মাসে সে দেশে সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট। জয় প্রসঙ্গে মেলোনি বলেছিলেন, ‘এই জয় সকলকে উৎসর্গ করতে চাই। ইতালির মানুষ আমাদের বেছেছেন। আমরা তাঁদের ঠকাব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =