কলকাতা : অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ১০ জন ছাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটে সেক্টর ফাইভ নিউ ব্রিজ টু–এর কাছে। একটি বেসরকারি স্কুলের ছাত্রীরা স্কুল ছুটি শেষে পুলকারে সল্টলেক থেকে নিউটাউন যাচ্ছিল। সেই সময় চলন্ত পুলকারে আগুন ধরে যায়।
ধোঁয়া দেখে চালক দ্রুত গাড়িটি রাস্তার ধারে থামান। সেই মুহূর্তে কর্তব্যরত বিধাননগর ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়াররা দ্রুত গাড়িতে থাকা ছাত্রদের নিরাপদে বের করে আনেন। অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন সিভিক ভলেন্টিয়াররা এবং তৎক্ষণাৎ খবর দেন দমকলকে।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিভিক ভলেন্টিয়ারদের দ্রুত পদক্ষেপের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তারা।