বাঁদরের কীর্তি! ছাদে বসে ওড়াল হাজার হাজার টাকা

শিমলা: বাঁদরের কীর্তি!

খাবারের সন্ধানে এক ব্যক্তির টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়ে ছাদে বসে সেই টাকা ওড়াল বাঁদর। দোসর হিসেবে আরও এক দুটি জড়ো হতেই, শুরু হল ৫০০ টাকার নোট ছেঁড়াছেঁড়ি। আর সেই সবই রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো দেখলেন টাকার মালিক। ঘটনাটি ঘটেছে শিমলায়।

হিমাচলপ্রদেশের এই ছোট্ট শহর সবসময়ই পর্যটকদের ভিড়ে মুখর হয়ে থাকে। আর সেখানে বাঁদরের উত্পাতের কথা কে না জানে!তবে বাঁদর যে এভাবে টাকা ওড়াবে ভাবতে পারেননি কেউ।

বৃহস্পতিবার ফোনের বিলের টাকা জমা দিতে যাচ্ছিলেন এক ব্যক্তি। হাতে রাখা ব্যাগে ছিল ৭৫ হাজার টাকা। রাস্তার পাশেই বসে ছিল এক দল বাঁদর। সেই দলের মধ্যে থেকে একটি বাঁদর আচমকাই ওই ব্যক্তির উপর হামলা করে। তার পর তাঁর হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে ফোনের অফিসেরই ছাদে উঠে যায় সে।ব্যাগভর্তি টাকা হাত থেকে ছিনতাই করে বাঁদর পালাতেই চিৎকার জুড়ে দেন ওই ব্যক্তি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা দেখেন, অফিসের ছাদে বসে সেই টাকা বের করছে আর ছুড়ে ফেলছে। সেই দলে আরও কয়েকটি বাঁদর এসে জোটে। সকলে মিলে চলতে থাকে নোট নিয়ে খেলা! আর এসবই অসহায়ের মতো দেখেন টাকার ব্যাগের মালিক।

শেষে অবশ্য অফিসের কয়েক জন ছাদে উঠে বাঁদরের হাত থেকে ব্যাগ কে়ড়ে নেওয়ার চেষ্টা করতেই সেটি কার্নিসে লাফ মারে। বেশ কিছু ক্ষণ মানুষ-বাঁদরের এই লুকোচুরি চলার পর অবশেষে বাঁদরের দল সেখান থেকে চম্পট দেয়। তবে সৌভাগ্যবশত টাকার ব্যাগটি কার্নিসেই রেখে গিয়েছিল তারা।

টাকার ব্যাগটি উদ্ধারের পর দেখা যায়, ৭৫ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা গায়েব। দু’টি ৫০০ টাকার নোট ছিঁড়ে ফেলেছিল বাঁদররা। তবে ৭০ হাজার টাকা ঠিকঠাকই ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =