উপত্যকায় সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি

শ্রীনগর : সাতসকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় অভিযান। সেনার গুলিতে খতম এক জঙ্গি। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনার চিনার কপসের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় অভিযান চলছে। সেনার গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি।

উল্লেখ্য, উত্তর কাশ্মীরের কূপওয়াড়া জেলার লোলাব এলাকার দাইভার আন্দারবাগ এলাকাতেও জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায়।

সেনা বাহিনীর চিনার কপসের মুখপাত্র জানান জঙ্গিরাও বাহিনীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়তে শুরু করে। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + nine =