মুর্শিদাবাদ : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, তাঁর নাম রবিউল শেখ| তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার মহিষমারা গ্রামে।
তিনি বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজ করতেন। পরিবারের লোকেদের দাবি, রবিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একটি পাইপ তাঁর বুকে ঢুকে যায়।
সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহ গ্রামে ফেরানোর তোড়জোড় শুরু করেছেন পরিবারের লোকেরা।

