কলকাতা : সোমবার সকালে হরিদেবপুর থানা এলাকার কবরডাঙা মোড়ের কাছে রাস্তার ধার থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। সূত্রের খবর, ওই ব্যক্তির মাথা এবং কপাল থেকে রক্ত বেরোচ্ছিল। দেহের কাছ থেকে একটি পাথর উদ্ধার হয়। ধারালো কিছু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে যখন তাঁরা দোকান খুলতে আসেন, সেই সময় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। মাথা যেন কোনও ভারী বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মৃতদেহের অদূরেই একটি সাইকেল ভ্যানও উদ্ধার করেছে পুলিশ।

