কলকাতা : সোমবার ভোররাতে নিউটাউনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ভোররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাংক এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে পৌঁছোয় পুলিশ। যুবককে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, মৃত যুবক সুশান্ত ঘোষ পেশায় টোটোচালক। রবিবার বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়ে যাওয়ার পর আর তিনি বাড়ি ফেরেননি। তাঁর পরিবারের সদস্যদের দাবি, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।