নয়াদিল্লি : দিল্লি বিমানবন্দর থেকে উড়ানের কিছু ক্ষণ পরেই আবার সেখানে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশে ফের বড়সড় বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। এবার উড়ান চলাকালীন আশঙ্কাজনকভাবে কমে গেল ইঞ্জিনে থাকা তেলের চাপ। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিমানটি নামিয়ে দিয়ে কোনওমতে দুর্ঘটনা এড়ানো যায়।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এআই৮৮৭ বোয়িং বিমানটি সোমবার ভোরে দিল্লি থেকে উড়েছিল। উড়ানের পরেই পাইলট লক্ষ্য করেন, ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ বেশ কম। সেই চাপ কমে শূন্যে নামে। তড়িঘড়ি বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করান পাইলট।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, নিরাপদেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কেউ আহত হয়েছেন বলে কোনও খবর মেলেনি। উল্লেখ্য, আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে একাধিকবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান।

