পূর্ব বর্ধমানে এসআইআর নিয়ে তুলকালাম, সমুদ্রগড়ে ট্রেন অবরোধে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পূর্ব বর্ধমান : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পরিস্থিতি। সাধারণ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বর্তমানে তার শুনানি প্রক্রিয়া চলছে। কিন্তু এই শুনানির পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে শুক্রবার সকালে হাওড়া-কাটোয়া শাখায় রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। তাদের দাবি, যারা ২০০২ সালের আগে থেকেই নিয়মিত ভোট দিয়ে আসছেন, সেই সমস্ত পুরনো ভোটারদেরও শুনানির জন্য ডাকা হচ্ছে। স্থানীয়দের মতে, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অনেকটা ‘তুঘলকি সিদ্ধান্তে’র মতো, যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শুক্রবার সকাল ৭টা ৫৩ মিনিটে হাতে জাতীয় পতাকা নিয়ে সমুদ্রগড় স্টেশনে রেললাইনে নেমে পড়েন বিক্ষোভকারীরা। এর ফলে হাওড়া-কাটোয়া শাখার ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ডাউন কাটোয়া-হাওড়া লোকাল ট্রেনটি দীর্ঘক্ষণ সমুদ্রগড় স্টেশনে দাঁড়িয়ে থাকে। অফিস যাত্রীরা এর ফলে চরম বিপাকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ । প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর দীর্ঘ সময় পর অবরোধ ওঠে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =