ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একরত্তি শিশুকন্যার

দুর্গাপুর: দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের সোনারতরী এলাকায় আবাসনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশুকন্যার। এমনই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃত শিশুর নাম লাভলী শর্মা। তার বয়স ৫ বছর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত আবাসিকরা আবাসনের বিদ্যুৎ ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ আবাসনের ছাদে খেলতে যায় লাভলী। ছাদের পাইপলাইনের সঙ্গে বিদ্যুতের তার ছিন্ন অবস্থায় থাকায় বিদ্যুৎ সংযোগ ঘটে জলের পাইপে। খেলতে খেলতে ওই পাইপলাইনে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিক্ষুব্ধ আবাসিকদের অভিযোগ, তাঁদের গোটা আবাসনটি শর্ট সার্কিট হয়ে রয়েছে। ওই আবাসনের বাসিন্দা সত্যনারায়ণ শর্মা বলেন, সকালে আমিও ছাদে জল ভরতে গিয়ে শক খেয়েছি। গোটা আবাসনের সর্বত্রই শর্ট সার্কিট হয়ে আছে। বহুবার এই অভিযোগ জানানো হয়েছে। ডিপিএল থেকে মেরামতের জন্য কর্মীরা এসে কাজ করে গেলেও সমস্যা সমাধান হয়নি। এই সমস্যার জন্যই একটি শিশু প্রাণ হারাল। আমরা সবাই খুব আতঙ্কে রয়েছি। এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =