বনদপ্তরের তৎপরতায় পাচার হওয়ার আগেই কাঁকসায় উদ্ধার বিপুল পরিমাণ টিয়া পাখি। ঘটনায় দু’জন পাচারকারী গ্রেপ্তার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়ি।ধৃতদের নাম আব্দুল কাদের ও মহম্মদ ফুলবা।
পানাগড় বন বিভাগের রেঞ্জ অফিসার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন, গোপনসূত্রে খবর পেয়ে তাঁরা বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালায়।এরপর শুক্রবার ভোর ৪ টে নাগাদ দু’নম্বর জাতীয় সড়কের উপর বাঁশকোপা টোল প্লাজার কাছে
একটি চারচাকা গাড়ি আটক করেন তাঁরা।গাড়িটি আসানসোল থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল।বনদপ্তরের কর্মীরা তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ২০৫ টি টিয়া পাখি এবং দুটি হরিয়ালি ঘুঘু উদ্ধার করে।
ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।উদ্ধার হওয়া পাখি গুলিকে আদালতের নির্দেশে কাঁকসার দেউলের জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন তিনি।