চন্দননগরের ইতিহাসে প্রথম! পুজো শুরুর আগেই ৭০ ফুটের বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল

 নিজস্ব প্রতিবেদন, চন্দননগর: ট্যাগ লাইন ছিল বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী। কিন্তু পুজো শুরুর মুখেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার মণ্ডপ। উল্টে গেল বিশালাকৃতির প্রতিমাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চন্দননগরের কানাইলাল পল্লিতে।
সূত্রের খবর, এবারের পুজোয় দর্শনার্থীদের বড় চমক দিতে প্রায় ৭০ ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লি। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। কিন্তু খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই সবটাই উল্টে যায়। রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। সূত্রের খবর, যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় বেশ কয়েকজন দর্শনার্থী ছিলেন মণ্ডপের ভিতরে। মুহূর্তেই জানা যায়, দু’জন আহত হয়েছেন। পরবর্তীতে আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ততক্ষণে উদ্ধার কাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজে হাত লাগান ক্লাবের সদস্যরাও। পুলিশ এসেও উদ্ধার কাজ শুরু করে। মণ্ডপের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের দ্রুত চন্দননগর হাসাপাতালে পাঠানো হয়। সেখানেই চলছে চিকিৎসা। ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি. জাভালগি-সহ উচ্চপদস্থ কর্তারা। কী করে এমন হল,  খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সব কিছুর অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =