ব্যারাকপুর : আগুন লাগল কাঁকিনাড়ার ঘোষপাড়া রোডের ওপর ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ আচমকা অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই আগুন ড্রয়িং, ওয়েন্ডিং, ফিনিশিং ও স্পিনিং-সহ অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়ে। আগুনে পাটঘরে মজুত থাকা প্রচুর পাট ও মেশিনপত্র পুড়ে গিয়েছে। কর্মরত শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের চারটি ইঞ্জিন এসে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।
দমকল অধিকারিক সুজিত সাউ বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’ জুটমিল শ্রমিক রাখাল পাত্র বলেন, ‘প্রথমে পাটঘরে আগুন লাগে। সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মেশিনপত্র পুড়ে গিয়েছে।’ যদিও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মিল কর্তৃপক্ষও কিছুই জানাতে চায়নি। ওই মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দীনেশ সাউ বলেন, পাটঘরে টিচার্স মেশিন থেকেই আগুন লেগেছে। সম্ভবত মেশিনের শর্টসার্কিট জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের কারনে মিল সাইডে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে ফ্যাক্টরি সাইডে কাজ চলছে।