ব্যারাকপুর: বুধবার বিকেলে কাঁকিনাড়ার ওল্ড মুলাজোড় রোডে বার্লি ফ্যাক্টরিতে আগুন লাগে। আগে ওই কারখানায় বার্লি তৈরি হত। যদিও বর্তমানে ওই কারখানায় সয়াবিন, বিস্কুট, চিপস, কেক-সহ নানান রকমের জিনিস তৈরি হয়।
এদিন বিকেলে ওই কারখানার দোতলা বিল্ডিংয়ের নীচের তলায় আচমকা ধোঁয়া বের হতে দেখে, শোরগোল পড়ে যায়। নীচের তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকার চার দিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকার মধ্যে কারখানাটি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দমকলের তিনটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারন জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি। কারখানার ভেতরে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই ওই কারখানায় আগুন লেগেছে।