কলকাতা : অফিস টাইমে কলকাতায় বাসে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য ছড়ালো মহানগরীতে। বৃহস্পতিবার সকালে মহাজাতি সদন এলাকায় আচমকাই একটি চলন্ত মিনিবাসে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের জেরে ওই বাসটি থেকে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন।
খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। বাসটি বিরাটি-বিবাদি বাগ রুটের ছিল বলে জানা গিয়েছে। ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি বাসে আগুন লাগে। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায়।