সালিশি সভায় ডেকে বর্বরোচিত অত্যাচারের অভিযোগ এক চিকিৎসকের উপর

এলাকার মহিলার সঙ্গে পরকীয়ায় জড়ানোর অপরাধে সালিশি সভা ডেকে এক ব্যক্তির উপর বর্বরোচিত অত্যাচার চালোনোর অভিযোগ উঠল। মঙ্গলবার আউশগ্রাম এলাকার কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। আক্রান্ত সওকত হাসান মণ্ডল ওরফে রাজু এলাকায় হাতুড়ে চিকিৎসক নামে পরিচিত। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। অভিযোগ প্রথমে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথা ন্যাড়া করে, গলায় জুতোর মালা ঝুলিয়ে দেওয়া হয় তাঁর। তাতেও ক্ষান্ত হয়নি এলাকার মাতব্বরেরা। চলতে থাকে উত্তম-মধ্যম ধোলাই। আক্রান্ত ওই চিকিৎসক আউশগ্রাম থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার পরেই অভিযুক্তরা গা ঢাকা দেয়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সওকতবাবু হাতুড়ে চিকিৎসক হিসাবে এলাকায় পরিচিত। গ্রামেই রয়েছে তাঁর চেম্বার। গ্রামের এক মহিলার সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তোলে এক গ্রামবাসী। এই নিয়ে সোমবার বিকালে গ্রামের কয়েকজন মাতব্বর সালিশিসভা বসায়। সেই সভায় উপস্থিত হওয়ার জন্য সওকত বাবুকে ডেকে পাঠানো হয়। তিনি সেখানে গেলে মাতব্বররা তাঁর ওপর চড়াও হয়। সওকতবাবুর দাবি, মিথ্যা অভিযোগ এনে তাঁর ওপর অত্যাচার চালানো হয়েছে। পুলিশ সময়মতো না পৌঁছলে তিনি খুন হয়ে যেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =