কলকাতা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে গভীর নিম্নচাপ সক্রিয় রয়েছে। তা রবিবার দুপুর পর্যন্ত সক্রিয় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমদিকে ধীরে ধীরে আট কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিতে সরছে।
গত ছয় ঘন্টায় উপকূল অঞ্চলের কেন্দ্রেই তা অবস্থান করছে। ৪০ কিলোমিটার পশ্চিম ও উত্তর পশ্চিমে ও কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে তা রয়েছে। পূর্বে ও দক্ষিণ পূর্বে বাঁকুড়া থেকে ১৯০ কিলোমিটার দূরে পূর্বে জামশেদপুর ও ঝাড়খণ্ড এবং ২৯০ কিলোমিটার পূর্বে ও দক্ষিণ পূর্বে রাঁচি ও ঝাড়খণ্ডের কাছাকাছি। পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
সুতরাং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তীব্রতা ধরে রেখেছে ও রবিবার মধ্যাহ্ন পর্যন্ত তা সক্রিয় থাকবে। ডঃ হাবিবুর রহমান বিশ্বাস আবহাওয়া বিশ্লেষণ করে এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন। আরও পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে গিয়ে তা আগামী ২৪ ঘন্টায় দুর্বল হয়ে পড়বে ও ধীরে ধীরে তা চলে যাবে বলে জানা যাচ্ছে।