কলকাতা : ২২ জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দির। আর এই নিয়ে শুধু অযোধ্যা নয়, গোটা দেশেই সাজো সাজো রব পড়ে গিয়েছে। কিন্তু, এবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রাম পুজোর আয়োজনে অনুমতি দিচ্ছে না পুলিশ, এই বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। মামলার আবেদন গ্রহণ করেছে আদালত।
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি নেতৃত্ব আগেই নির্দেশ দিয়েছিলেন, এই দিনে নেতাদের নিজেদের এলাকায় কোনও মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সরাসরি সম্প্রচারের পাশাপাশি, রামপুজোর আয়োজন করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ এবং অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে। সেই নির্দেশ মেনে মাসখানেক আগে কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে একটি ক্লাব পুলিশের কাছে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রামপুজোর আয়োজন করতে চেয়ে আবেদন করে।
কিন্তু পুলিশ তাদের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিজেপির মিডিয়া সেলের প্রধান তুষারকান্তি ঘোষ। তাঁর আবেদন, ২২ জানুয়ারি সকাল থেকে এলইডি স্ক্রিনে অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানোর সঙ্গেই রাম পুজো, প্রসাদ বিতরণ এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তুষারবাবুর অভিযোগ, এক মাস আগে আবেদন করা হলেও কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে ক্লাবের উদ্যোগে ওই পুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। সেই মামলার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।